হজ শেষে ৯৫ হাজার ৪০৯ হাজি দেশে ফিরেছেন

হজ
সৌদি আরবে পবিত্র হজ পালন করে দেশে ফিরেছেন ৯৫ হাজার ৪০৯ জন হাজি। তিনটি এয়ারলাইন্সের ২৫৫ টি ফ্লাইটে তারা দেশে ফিরেছেন। এদিকে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ১১৭ জন মারা গেছেন।

মঙ্গলবার মধ্যরাতে (১টা ৫৯ মিনিটে) হজযাত্রী বহনকারী এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরবের অফিসের বরাত দিয়ে হজ পোর্টালে এ তথ্য জানানো হয়েছে।

ads here

বুলেটিনে বলা হয়, হজ শেষে তিন এয়ারলাইন্সের মোট ২৫৫ টি ফ্লাইটে করে দেশে ফিরেছেন ৯৫ হাজার ৪০৯ জন হাজি। ২৫৫ টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ১২০ টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৯৫ টি এবং ফ্লাইনাসের ফ্লাইট ৪০ টি।

বুলেটিনে আরও বলা হয়, হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ১১৭ জন সৌদি আরবে মারা গেছেন। এর মধ্যে পুরুষ ৯১, মহিলা ২৬ জন রয়েছেন। তাদের মধ্যে মক্কায় ৯৫, মদিনায় ৮, জেদ্দায় ২. মিনায় ৯, আরাফায় ২. মুজদালিফায় ১ জন মারা গেছেন।

চস/স

ads here