ইসলাম আমাকে মানসিক শান্তি দেয়: এ আর রহমান

এ আর রহমান

ভারতের সংগীত অঙ্গনের কিংবদন্তী তারকা এ আর রহমান। ক্যারিয়ারের শুরুতে যার নাম ছিল দিলীপ কুমার। নব্বইয়ের দশকের শুরুতে এই তারকা ও তার পুরো পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করেন। নিজের নাম বদলে রাখেন আল্লারাখা রহমান।

ads here

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই সংগীত শিল্পী জানান, ইসলাম ধর্ম গ্রহণ তাকে মানসিক শান্তি দিয়েছিল।

এ আর রহমান বলেন, ‘কেউ আমাকে এই পথে আসার জন্য বলেনি। আমিই অনেক শান্তি পেতাম। মনে হচ্ছিল, সব যেন ঠিক চলছে। মনের ভিতরে কিছু বিশেষ অনুভূতি কাজ করত। যা কিছু প্রত্যাখ্যান করা হয়েছিল, প্রার্থনার পর সেগুলোই কবুল হয়ে যেতে থাকল।’

নিজে ইসলাম গ্রহণ করলেও, পরিবারের কারও উপর তা জোর করে চাপিয়ে দেননি তিনি। অস্কারজয়ী সুরকারের কথায়, ‘কারও ওপর কিছু জোর করে চাপিয়ে দেয়া যায় না। আপনি কি সন্তানকে বলতে পারবেন, ইতিহাস পড়ো না, সেটা বোরিং। অর্থনীতি বা বিজ্ঞান নিয়েই পড়তে হবে। এটা যেমন তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। ধর্মও ঠিক তাই।’

তিনি আরও বলেন, ‘আমার যেমন মনে হয় আমি নামাজ আদায় করি তাই আমার সঙ্গে খারাপ কিছু হতে পারে না। অন্য ধর্মের লোকেদেরও সেরকমই কিছু বিশ্বাস আছে। এটাই মানসিক শান্তি দেয়। আমার মনে হয় মানসিক শান্তিটা থাকাই সবচেয়ে বেশি দরকার।’

চস/আজহার

ads here