২০২৪ সালে বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন ১ লাখ ২৭ হাজার জন

হজ
ফাইল ফটো
বাংলাদেশ থেকে আগামী বছর অর্থাৎ ২০২৪ সালে হজ পালনের জন্য সৌদি আরব যেতে পারবেন ১ লাখ ২৭ হাজার জন। বুধবার (২ আগস্ট) ধর্ম মন্ত্রণালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত সভায় ধর্মসচিব মু. আ. হামিদ  জানান, সৌদি সরকার বাংলাদেশের জন্য এই কোটা অনুমোদন করেছে।

ধর্মসচিবের সভাপতিত্বে ২০২৪ সালের হজ অনুষ্ঠান বিষয়ে প্রাক-প্রস্তুতির এই সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের কাউন্সেলর হজ, হাবসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রতিনিধি ও কর্মকর্তারা।

ads here

২০২৪ সালের হজযাত্রী নিবন্ধন আগামী ১৬ সেপ্টেম্বর থেকে শুরু করবে সৌদি সরকার। ২০২৪ সালের ১ মার্চ থেকে হজ ভিসা ইস্যুকরণ শুরু হয়ে সৌদি ই-হজ সিস্টেমে ২৯ এপ্রিল বন্ধ হবে ভিসা ইস্যু। ৯ মে থেকে হজ ফ্লাইট শুরু হবে।

সৌদি সরকারের কাছ থেকে মিনা-আরাফা-মুজদালিফার সেবা মূল্য জানার পর হজ প্যাকেজ-২০২৪ ঘোষণা করা হবে এবং হজযাত্রীদের নিবন্ধন কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করা হবে।

২০২৪ সালের হজ সুষ্ঠুভাবে পালনে হজ এজেন্সি ও হজ ব্যবস্থাপনা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে নিবিড়ভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান ধর্মসচিব।

চস/স

ads here