চট্টগ্রামের হাটহাজারীতে নিপা পালিত (১৮) নামে এক কলেজছাত্রী বন্যার পানিতে ডুবে মারা গেছেন। সোমবার (৭ আগষ্ট) সকাল ৯টার দিকে উপজেলার চট্টগ্রাম সিটি কর্পোরেশন ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের ইসলামিয়াহাট বাদামতল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নিপা ওই এলাকার উত্তম পালিতের মেয়ে। তিনি হাটহাজারী কলেজে ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার অপারেশন অফিসার আবদুল গোফরান। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিপা পালিতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের বড় ভাই বাদল পালিত বলেন, নিপা হাটহাজারী সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। সকালে পরীক্ষা দিতে যাওয়ার সময় বাড়ির পাশে একটি ড্রেনে পড়ে যায়। নিপা দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিল। যার কারণে ড্রেনে পড়লে সে আর উঠতে পারেনি।
চস/স