সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মৌসুমী হামিদ। সেখানেই গণমাধ্যমের সামনে অভিনেত্রী মৌসুমী হামিদ জানান তার উচ্চতা ৫ ফুট সাড়ে ৯ ইঞ্চি। এই উচ্চতার জন্যই তার প্রেম ভেঙে যায় বলে জানান তিনি।
মৌসুমী বলেন, ‘উচ্চতার জন্য আমার প্রেম ভেঙেছিল। আমি একটা প্রেম করতাম। ছেলেটা আমার চেয়ে উচ্চতায় ছোট ছিল। সে আমার উচ্চতার দোহাই দিয়ে ব্রেকআপ করেছিল। এটা খুব কষ্ট দিয়েছে।’
তিনি বলেন বলেন, ‘মৌসুমী হামিদ জীবনে যে কয়টা প্রেম করেছে, সব কয়টাই সিরিয়াস প্রেম। তাই তো মৌসুমী হামিদের সঙ্গে প্রেম করে বুঝতে হবে ভালোবাসার রহস্য। এভাবে তো বলে দেওয়া যাবে না।’
বিয়ের ক্ষেত্রে ছেলে দেখে পছন্দ হলেও তার সমান উচ্চতার ছেলে মিলছে না। মৌসুমী বলেন, ‘লম্বা ছেলে তো খুঁজেই পাওয়া যায় না। আমার উচ্চতা ৫ ফুট সাড়ে ৯ ইঞ্চি। এই উচ্চতার ছেলে মেলানোর চেষ্টা করছি। মিলছে না। আমার উচ্চতার সমান ছেলে পেলে যেকোনো মুহূর্তে বিয়ে করে ফেলব।’
এরই মধ্যে ‘নয়া মানুষ’, ‘যাপিত জীবন’ ও ‘১৯৭১ সেই সব দিন’—তিনটি ছবির শুটিং ও ডাবিং শেষ করেছেন মৌসুমী হামিদ। অভিনেত্রী ও নির্মাতা হৃদি হক পরিচালিত ‘১৯৭১ সেই সব দিন’ ছবিটি মুক্তি পাবে চলতি মাসের ১৮ তারিখে।
চস/স