শনিবার থেকে চট্টগ্রামসহ চার বিভাগে বাড়তে পারে বৃষ্টি

ফাইল ছবি

ভাদ্র মাসের মাঝামাঝিতেও নেই তেমন বৃষ্টি। দেশের অনেক জায়গায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ কারণে বেশ ভ্যাপসা গরমও পড়েছে। তবে এ অবস্থা থাকবে না। আগামী শনিবার থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ads here

এছাড়া বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল বলেন, শনিবারের দিকে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেটে বৃষ্টি বাড়তে পারে।

তিনি জানান, বৃষ্টি হলেও তা জনজীবনে তেমন প্রভাব ফেলবে না।

নাজমুল হাসান জানান, বুধবার ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, ময়মনসিংহ, মাদারীপুরসহ দেশের অনেক জায়গায় তাপপ্রবাহ ছিল। বৃহস্পতিবার এই তাপপ্রবাহ থাকলেও শুক্রবার থেকে দিনের তাপপ্রবাহ অনেক জায়গায় কমে যেতে পারে।

এদিকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।

 

চস/আজহার

ads here