মিতু হত্যা মামলায় আরও একজনের সাক্ষ্য

মিতু হত্যা মামলা
ছবি: সংগৃহীত
সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদ খানম মিতু হত্যা মামলায় আদালত আরও একজনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করেছেন।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিনের আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

ads here

সাক্ষ্য দেওয়া মোহাম্মদ মহিউদ্দিন বিকাশে লেনদেনের টাকা রিসিভ করেছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী নেছার আহম্মেদ।

তিনি বলেন, বিকাশের টাকা রিসিভ করা মোহাম্মদ মহিউদ্দিন আদালতে সাক্ষ্য দিয়েছেন। আগামী ২৫ সেপ্টেম্বর পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেছেন। এনিয়ে ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো।

জানা গেছে, ২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় মিতুকে প্রকাশ্যে গুলি চালিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।

চস/স

ads here