সৌদিআরবের দাম্মামে সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম লিটন (৪৮) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, গত মঙ্গলবার সৌদি স্থানীয় সময় বিকাল ৫টায় দাম্মামের আল খোবার এলাকায় প্রতিদিনের মতো কাজ শেষ করে বাসায় ফেরার পথে ট্রাফিক সিগনাল অমান্য করে একটি প্রাইভেট কার জোরে ধাক্কা দিলে পথিমধ্যে এ দুর্ঘটনা ঘটে।এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
আরো পড়ুন: চবিতে ছাত্রলীগের দু’গ্রুপে রক্তক্ষয়ী সংঘর্ষ
নিহত আব্দুর রহিম লিটন চট্টগ্রাম জেলার পটিয়া ১০ নং ধলঘাট ইউনিয়মের বাসিন্দা। তার পিতার নাম আবদুল ছবুর।
এদিকে নিহতের বন্ধু রাসেল জানান, আব্দুর রহিম লিটন আলসাইয়া কোম্পানির স্টারবক্স কফি হাউসে কাজ করতেন।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতের মরদেহ বর্তমানে দাম্মামের আল খোবার হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
চস/সুজন