চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার ঠাকুরদীঘি এলাকায় দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে রোকেয়া বেগম(৫০) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। এতে আরো তিন যাত্রী আহত হয়েছেন।
আহতরা হলেন আমির হোসেন(৭০) ও মো. সাইফুদ্দিন (৩৫)। অন্যজনের পরিচয় জানাতে পারেনি পুলিশ। তারা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
হাইওয়ে পুলিশের দোহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নূর নবী সরকার জানান, রোববার বিকেল সাড়ে চারটার দিকে সাতকানিয়ার ঠাকুরদীঘি এলাকায় এস আলম বাস সার্ভিস ও উপকূল বাস সার্ভিসের দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কয়েকজন যাত্রী আহত হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির কনস্টেবল মো. সারোয়ার উদ্দিন জানান, আশঙ্কাজনক অবস্থায় ৪জনকে মেডিকেলে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক রোকেয়া বেগমকে মৃত ঘোষণা করে।
চস/স