গতকাল ৭ মার্চ রাকিব হত্যার প্রতিবাদে এমইএস কলেজে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক ও ওমরগনি এম.ই.এস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র-সংসদের জি.এস আরশেদুল আলম বাচ্চু’র নির্দেশে এ বিক্ষোব মিছিল কলেজ থেকে শুরু হয়ে নগরীরর জিইসি মোড় গিয়ে সমাপ্ত হয়।
নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায় ছাত্রলীগের উপর জামায়েত শিবিরের নৃশংস হামলা ও ছাত্রলীগ নেতা রাকিব হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রলীগের ঘোষিত কর্মসূচি অনুযায়ী ওমগণি এম.ই.এস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রনেতা টনি দে,মেহেদী হাসান মিটু,ফয়সাল সাঈদ,এ কে নাঈম,সুদীপ্ত পাল,সাকেত চৌধুরী, কাজি আলভি,আবরার রাফি,হাসান রাজা,জোবায়ের উদয়,তুজাম্মেল খান ফিরোজ, সাগর দাশ, ফয়জুল্লা মাসুম, প্রমুখ।
আরও পড়ুন:- চবিতে ছাত্রলীগের দু’গ্রুপে রক্তক্ষয়ী সংঘর্ষ
উক্ত সমাবেশে ছাত্রলীগ নেতাদের অন্যতম দাবি জামায়েত শিবিরের রাজনীতি নিষিদ্ধ সহ যারা হামলা করেছে তাদের শাস্তির আওতায় আনা।
উল্লেখ্য, রবিবার (১ মার্চ) রাত ৮টার দিকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১ নম্বর আমানউল্লাপুর ইউনিয়নের পলোয়ান বাজারে ছাত্রশিবিরের কর্মীরা ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর এলোপাতাড়ি গুলি চালায় ও হামলা করে। এতে ছাত্রলীগ কর্মী রাকিব হোসেন (২৫) আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (০২ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে মৃত্যু বরণ করে। মৃত রাকিব আমান উল্যাহপুর ইউনিয়ন ছাত্রলীগের সদস্য।
চস/সাগর