একদিন আগেই স্ত্রী আলিসা হিলির ফাইনাল খেলা দেখতে দল ছেড়েছেন মিচেল র্স্টাক। আর আজ স্ত্রীও স্বামীর সেই ভালোবাসার মর্যাদা রেখেছেন। খেলেছন ৭৫ রানের একটি ঝলমলে ইনিংস। সেইসাথে তার দল অস্ট্রেলিয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতের সামনে ১৮৫ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিয়েছে।
মেলবোর্নে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নেমে অ্যালিসা হিলি ও বেথ মানির দাপুটে ওপেনিং জুটিতে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৪ রানের পুঁজি গড়ে অস্ট্রেলিয়ার মেয়েরা।
আরো পড়ুন: আইপিএলে কে কোন দলের কোচ?
হিলি ৭৫ রান নিয়ে সাজঘরের পথ ধরলেও ৭৮ রানে অপরাজিত থেকে যান মানি। ভারতের হয়ে ৩৮ রান খরচ করে ২ উইকেট শিকার করেছেন দীপ্তি শর্মা।
এদিকে অস্ট্রেলিয়ার ১৮৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ৬৫ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলেছে ভারত।
এই রিপোর্টটি লেখা পর্যন্ত ১২ ওভার ৪ বলে ৫ উইকেটের বিনময়ে ৬৫ রান সংগ্রহ করেছে ভারত।
চস/আজহার