ইরাকে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সদস্য ভেবে ভুলবশত এক বাংলাদেশি শ্রমিককে গুলি করে হত্যা করেছে দেশটির সেনাবাহিনী। ইরাকের গণমাধ্যম বেসনিউজ এমনটাই জানিয়েছে।
আরো পড়ুন: করোনাভাইরাস: মৃত্যু ৪৬৩৩, সুস্থ ৬৮ হাজার
তারা জানায়, দেশটির মসুল প্রদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কুর্দিস শহরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কুর্দিস শহরের মাখমুর এলাকার উদ্দেশে যাচ্ছিলেন ওই ৪ বাংলাদেশি। তবে সে এলাকায় ঢোকার আগ মুহূর্তেই ইরাকি সেনাবাহিনীর একটি টহল দল আইএস জঙ্গি ভেবে তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। তাতে ঘটনাস্থলেই ওই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছে। এছাড়া আরও তিন জন বাংলাদেশিকে আহত অবস্থায় আটক করা হয়।
এদিকে মাখমৌরের মেয়র রিজকার মোহাম্মদ বাংলাদেশি শ্রমিকদের গ্রেফতার হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
চস/আজহার