দশ বছর পর অভিনয়ে সুস্মিতা সেন

দশ বছর পর অভিনয়ে সুস্মিতা সেন
দীর্ঘ ১০ বছর ধরে কাজের কোনও খবর নেই বলিউডের গ্লামার গার্ল খ্যাত সুস্মিতা সেনের। 

তার প্রেমিকের তালিকা অনেক লম্বা। পুরোনো প্রেমিকদের নানা গাল গল্প শোবিজ পাতায় এসেছে হরহামেশাই। এখন তো আলোচনায় থাকেন বয়সে ছোট প্রেমিক রোমান শলকে নিয়ে।

ads here

অতঃপর, পুরোদমে ওয়ার্কশপ করেই ময়দানে নেমেছিলেন তার নতুন ওয়েব সিরিজ ‘আর্যা’র জন্য। এবার মুক্তি পেয়েছে ওয়েব সিরিজের ট্রেলার।

সুস্মিতা ‘আর্যা’ দিয়েই দর্শক মাতাতে আসছেন। এখানে সুস্মিতার চরিত্রটিও বেশ চ্যালেঞ্জিং।

আড়াই মিনিটের ট্রেলারেই মিলেছে সেই ইঙ্গিত। এটি পরিচালনা করেছেন ‘নীরজা’ খ্যাত পরিচালক রাম মাধুবনী। সুস্মিতার চরিত্রের নামই ‘আর্যা’।

আরো পড়ুন: কানের ৭৩তম আসরে কোন ছবিগুলো নির্বাচিত!

চন্দ্রচূড় সিং এই সিরিজে সুস্মিতার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন। ট্রেলারেই বেশ রোমাঞ্চের ইঙ্গিতও উঠে এসেছে। ট্রেলারের প্রতিটি মুহূর্তে সুস্মিতা বুঝিয়ে দিয়েছেন যে দীর্ঘদিন পর্দায় তাকে দেখা না গেলেও তার ‘স্পার্ক’ এখনও কমেনি।
ডাচ নাটক ‘পেনোজা’র অবলম্বনেই লেখা হয়েছে ‘আর্যা’র চিত্রনাট্য। ডিজনি হটস্টারে আসছে ১৯ জুন মুক্তি পেতে চলেছে সুস্মিতা অভিনীত এই ওয়েব সিরিজটি।

চস/সোহাগ

ads here