রিচার্ড ডকিন্স পুরস্কারে ভূষিত জাভেদ আখতার

রিচার্ড ডকিন্স পুরস্কারে ভূষিত জাভেদ আখতার
প্রথম ভারতীয় হিসাবে রিচার্ড ডকিন্স পুরস্কারে ভূষিত হলেন জাভেদ আখতার। ধার্মিক চেতনা, সমলোচনা, মতাদর্শ, সুবিবেচনা, মানবতাবাদী মূল্যবোধ সহ বিভিন্ন কারণে তাঁকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে।

পুরস্কার পাওয়ার খবরে জাভেদ আখতার বলেন, এতে ভীষণই সম্মানিত বোধ করছি। আমি রিচার্ড ডকিন্সের একজন ভক্ত, যখন থেকে ওনার লেখা দ্যা সেলফিস জিন বইটি পড়েছি।’

ads here

জাভেদ আখতারের এই প্রাপ্তির কথা টুইটারে জানিয়ে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর স্ত্রী তথা বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি। তিনি লিখেছেন, ”চমৎকার একটা খবর, অভিনন্দন জাভেদ আখতার।”

আরো পড়ুন: মাস্ক ছাড়াই সাগর তীরে সাইফ পরিবার

গীতিকার, সুরকার, লেখক তথা চিত্রনাট্যকার জাভেদ আখতারকে শুভেচ্ছা জানিয়েছেন অনিল কাপুর, ঊর্মিলা মাতন্ডকর, দিয়া মির্জা সহ আরও অনেকেই।

এর আগে এই পুরস্কারে ভূষিত হয়েছিলেন মার্কিন টিভি সঞ্চালক, কৌতুকশিল্পী তথা রাজনৈতিক ভাষ্যকার বিল মাহের। পাশাপাশি এই এই একই পুরস্কারে ভূষিত হয়েছিলেন ব্রিটিশ-আমেরিকান বুদ্ধিজীবী, দার্শনিক, সমালোচক এবং লেখক ক্রিস্টোফার হিচেনসও এই পুরস্কার পেয়েছিলেন। রিচার্ড ডকিন্সের হলেন প্রখ্যাত ব্রিটিশ বিবর্তনবাদ বিশেষজ্ঞ, বিজ্ঞানী, লেখক তথা দার্শনিক। তাঁর নামেই এই পুরস্কার দেওয়া হয়ে থাকে।

চস/সোহাগ

ads here