সাংসদ মোছলেম উদ্দিনসহ পরিবারের ১০ সদস্য করোনা আক্রান্ত

সাংসদ মোছলেম উদ্দিনসহ পরিবারের ১০ সদস্য করোনা আক্রান্ত
চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদসহ পরিবারের ১০ সদস্য করোনা আক্রান্ত হয়েছেন।

বুধবার (১০ জুন) তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

ads here

করোনা আক্রান্তদের মধ্যে সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমেদের স্ত্রী, বড় মেয়ে, বড় মেয়ের স্বামী, তিন নাতী ও দুই কাজের মেয়ে রয়েছেন। উনারা সবাই মোছলেম উদ্দিন আহমেদের সঙ্গে লালখানবাজার বাসায় থাকতেন বলে জানা গেছে।

সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমেদের করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এসে সংসদ সদস্যের লালখানবাজারের বাসা থেকে তিনিসহ পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়। বিআইটিআইডি ল্যাবে নমুনা পরীক্ষায় সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমেদসহ তার পরিবারের বেশ কয়েকজন সদস্যের করোনা শনাক্ত হয়।

আরো পড়ুন: ঢাকায় গেল চট্টগ্রামের ৩ হাজার নমুনা

করোনা আক্রান্ত হলেও মোছলেম উদ্দিন আহমেদ ও তার পরিবারের সদস্যরা সুস্থ রয়েছেন। তবে মোছলেম উদ্দিন আহমেদসহ করোনা আক্রান্ত তার পরিবারের সদস্যরা চিকিৎসার জন্য ঢাকায় চলে যাচ্ছেন বলে জানা গেছে।

এর আগে বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীসহ পরিবারের ১১ সদস্য করোনা আক্রান্ত হন।

চস/স

ads here