সৌদিআরবে বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মো. শরীফ হোসেন (৫০) ও রেজাউল করিম নামে আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে।
নিহত শরীফ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দক্ষিণ গাইয়ার চর গ্রামের মাঝি বাড়ির বাসিন্দা।
রেজাউল করিম চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার চাম্বল বাজারের পশ্চিম পাশে আহমদিয়া পাড়ার বাসিন্দা।
খোজ নিয়ে জানা যায়, শরীফ ১৮ বছর ধরে সৌদি আরবের রিয়াদে একটি হোটেলে চাকরি করতেন। তিনদিন ধরে তিনি জ্বর, সর্দি, কাশি, গলাব্যথা ও শ্বাসকষ্টে ভুগছিলেন। মঙ্গলবার রাতে রিয়াদ শহরে নিজ বাসায় তার মৃত্যু হয়।
আরো পড়ুন: সৌদিআরবে সড়ক দুর্ঘটনায় পটিয়ার আবদুর রহিম নিহত
অপরদিকে সৌদিআরবের জেদ্দায় করোনা আক্রান্ত হয়ে গুরাইয়াত এলাকার ব্যবসায়ী রেজাউল করিম জেদ্দা কিং আবদুল আজিজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার মারা যান।
সৌদিআরবের সরকারের নিয়ম অনুযায়ী নিহতের লাশ সেখানেই দাফন করা হবে।
সৌদিআরবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২৭২ বাংলাদেশির মৃত্যু হয়েছে।এর মধ্য রাজধানী রিয়াদে ১০৮ জন ও জেদ্দায় ১৬৪ জন।
চস/স