চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১ হাজার ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ১০৭ জন; এর মধ্যে ৭৭ জন নগরের ও ৩০ জন উপজেলার বাসিন্দা।
এ নিয়ে চট্টগ্রামে ১৭ হাজার ২৯৯ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১২ হাজার ৩৩৮ জন নগরের ও ৪ হাজার ৯৬১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের উপজেলা পর্যায়ে করোনায় একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৭৩ জন; এর মধ্যে ১৮৯ জন নগরের ও ৮৪ জন উপজেলার বাসিন্দা।
আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।
সিভিল সার্জন জানান, গতকাল বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১১২ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১৬ জনের ও উপজেলার ১৬ জনের করোনা মিলেছে।
ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৫৩২ জনের নমুনা পরীক্ষায় নগরের ১৮ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।
এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২৪০ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১৮ ও উপজেলার ৯ জনের করোনা মিলেছে।
চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয়ে ১৬৭ জনের নমুনার মধ্যে নগরের ১০ ও উপজেলার ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৮ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের মধ্যে করোনার জীবাণু মিলেছে।
ইমপেরিয়াল হাসপাতালে ৭২ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৯ ও উপজেলার ১ জনের মধ্যে করোনা পাওয়া গেছে।
শেভরণে ৫৭ জনের নমুনা পরীক্ষায় নগরের ৬ জনের করোনা মিলেছে।
গত ২৪ ঘন্টায় ১৩৭ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ১২ হাজার ৯৫০ জন।
চস/আজহার