চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার কয়লার বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদক ও অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার মো. হাসান মিয়া (২১) ভুজপুর থানার বড়বিল গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টায় কয়লার বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ১ টি বিদেশী রিভলবার, ৩ রাউন্ড গুলি এবং ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।
র্যাব-৭’র সহাকারী অফিসার (মিডিয়া) মোহাম্মদ মাহমুদুল হাসান মামুন এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার কয়লার বাজার এলাকায় আল-আমিন এন্ড আল ফাতেহা ষ্টোরের সামনে পাকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব ওই এলাকায় অভিযানে যায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় মো. হাসান মিয়াকে আটক করে র্যাব।
আরো পড়ুন: করোনা: চট্টগ্রামে নতুন শনাক্ত ৬১
পরে তার দেহ তল্লাশী করে তার কোমরে গুজানো অবস্থায় ১ টি বিদেশী রিভলবার, ৩ রাউন্ড গুলি, ১ টি চাকু ও তার হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় ২ জন সুকৌশলে পালিয়ে যায়।
তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানায়, সে পালিয়ে যাওয়া ব্যক্তিদের যোগসাজশে দীর্ঘদিন যাবত সীমান্তবর্তী এলাকা থেকে মাদক ও অস্ত্র সংগ্রহ করে পরবর্তীতে উক্ত মাদকদ্রব্য বিভিন্ন অভিনব কৌশলে চট্টগ্রাম জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের কাছে বিক্রি করে।