নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় আব্দুস সাত্তার (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯ জনে।
গণমাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল।
তিনি জানান, হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আব্দুস সাত্তার মারা যান। তার শরীরের ৭০ শতাংশ দগ্ধ ছিল।
শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, ওই হাসপাতালে এখনো ৮ জন চিকিৎসাধীন রয়েছেন। এদের অবস্থাও আশঙ্কাজনক। মসজিদে বিস্ফোরণের ঘটনায় মোট ৩৭ জন দগ্ধ রোগীকে সেখানে ভর্তি করা হয়েছিল।
আরো পড়ুন: মা- মেয়েকে রশিতে বেঁধে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তারি পরোয়ানা ৮ জনের বিরুদ্ধে
উল্লেখ্য, গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ শহরের খানপুর তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে এশার নামাজের সময় এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় অর্ধ-শতাধিক মুসল্লি আহত হন। এদের মধ্যে ৩৭ জনকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নেন।
চস/স