সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী করোনামুক্ত হয়েছেন। আজ বুধবার সকালে তার ব্যক্তিগত সহকারী সোহেল আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন। গতকাল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তার নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে।
সোহেল আহমদ আরও বলেন, ‘আক্রান্ত হওয়ার পর থেকে বাসাতেই আইসোলেশনে ছিলেন মেয়র আরিফুল। ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করেন। পরে মঙ্গলবার তার নমুনা পরীক্ষায় তিনি করোনামুক্ত হন।’
গত ১০ সেপ্টেম্বর আরিফুল এবং সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিলেন।
চস/আজহার