দেশের বিভিন্ন এলাকায় নারী নির্যাতনের প্রতিবাদে টানা চতুর্থ দিনের মতো আজও রাজধানীর শাহবাগে চলছে ‘ধর্ষণবিরোধী’ আন্দোলন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টার পর থেকেই শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা।
এ সময় ‘একাত্তরের বাংলায় ধর্ষকের ঠাঁই নাই’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই’, ‘প্রতিরোধের আগুন বুকে, ধর্ষকদের দাও রুখে’, ‘প্রতিবাদের স্লোগান মুখে, ধর্ষকদের দাও রুখে’, ‘প্রীতিলতার বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই’, ‘ইলা মিত্রের বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই’, ‘এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন’, ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ‘পাড়া-মহল্লার থেকে ধর্ষকদের বয়কট কর’ স্লোগানে তাদের শাহবাগ এলাকা প্রকম্পিত করতে দেখা যায়।
আরো পড়ুন: কক্সবাজারে গান গেয়ে ফেরার পথে কিশোরকে গুলি করে হত্যা
আন্দোলনকারীরা বলেন, আমরা এখানে বিচারহীনতার বিরুদ্ধে প্রতিবাদ করছি। ধর্ষকদের বিরুদ্ধে প্রতিবাদ করতে এসেছি। এমন নিশ্চয়তা নেই কাল আমাদের মা, বোন বা অন্য কেউ ধর্ষণ হবে না। তাই আসুন আমরা যে যার জায়গা থেকে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করি। মুক্তিযুদ্ধের বাংলাদেশ ধর্ষকদের আস্তানা হতে পারে না।
চস/স