করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সরকার ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করলেও চট্টগ্রামের এয়ারপোর্ট রোড ১৫ নম্বর জেটি ঘাটে নদী পারাপারে মাস্ক তো দেখাই যায়নি, ছিল না সামাজিক দূরত্ব রক্ষাও। ছবি: সুমন বাবু
করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সরকার ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করলেও চট্টগ্রামের এয়ারপোর্ট রোড ১৫ নম্বর জেটি ঘাটে নদী পারাপারে মাস্ক তো দেখাই যায়নি, ছিল না সামাজিক দূরত্ব রক্ষাও। ছবি: সুমন বাবু
দেশে করোনাভাইরাসে এক দিনে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে, নতুন রোগী শনাক্ত হয়েছেন ১২০৩ জন।
শনিবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তর দেশে কোভিড-১৯ সংক্রমণের হালনাগাদ তথ্য তুলে ধরে।
গত ২৪ ঘণ্টায় শনাক্ত ১ হাজার ২০৩ জনকে নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৭৭ হাজার ৭৩ জন।
নতুন করে ২৩ জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা পৌঁছেছে ৫ হাজার ৫০০ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৪৫৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ২ লাখ ৯১ হাজার ৩৬৫ জন হয়েছে।
চস/আজহার