spot_img

১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বস্ত্র খাতে রপ্তানিতে নগদ সহায়তা পেতে নতুন শর্ত

বিদেশ থেকে বস্ত্র খাতে রপ্তানিতে সিএমটি (কাট, মেক অ্যান্ড ট্রিম) মূল্যের ওপর নগদ সহায়তা দেওয়া হবে। তবে জাহাজ ভাড়া, বৈদেশিক মুদ্রায় পরিশোধ্য কমিশন, ইন্স্যুরেন্স ইত্যাদি বাদ দিয়ে এ সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

রবিবার (২৩ জুলাই) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়।

বস্ত্র খাতে সিএমটি পদ্ধতিতে রপ্তানিতে রপ্তানি প্রণোদনা বা নগদ সহায়তা শীর্ষক সার্কুলারে উল্লেখ করা হয়, সরকারি সিদ্ধান্ত অনুসারে প্রচলিত আমদানিনীতি আদেশে বর্ণিত বিধিবিধান পরিপালনসাপেক্ষে অন-নো-কস্ট ভিত্তিতে উপকরণ সংগ্রহের মাধ্যমে তৈরি পোশাক বা বস্ত্র খাতসামগ্রী রপ্তানির বিপরীতে সিএমটি মূল্যের ওপর প্রযোজ্য রপ্তানি প্রণোদনা বা নগদ সহায়তা হিসাবায়ন করতে হবে। এর সুবিধার্থে এখন থেকে বিদেশ থেকে প্রত্যাবাসিত সিএমটি মূল্যের ওপর জাহাজ ভাড়া, বৈদেশিক মুদ্রায় পরিশোধ্য কমিশন ও ইন্স্যুরেন্স ইত্যাদি বাদ দিয়ে নগদ সহায়তা প্রদান করা হবে।

অন-নো-কস্ট ভিত্তিতে আমদানি করা উপকরণের কাস্টমস কর্তৃপক্ষের মূল্যায়িত মূল্য, রপ্তানিতে ব্যবহৃত ব্যাক-টু-ব্যাক পদ্ধতির আওতায় সংগৃহীত অন্যান্য উপকরণের (যদি থাকে) মূল্যের সঙ্গে প্রত্যাবাসিত সিএমটি মূল্য যোগ করে রপ্তানি পণ্যের নিট এফওবি মূল্য নির্ণয় করতে হবে। রপ্তানি প্রণোদনা বা নগদ সহায়তা প্রাপ্যতার জন্য স্থানীয় মূল্য সংযোজনের প্রযোজ্য হার বজায় রাখতে হবে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss