আগামী ৭ মার্চ প্রথমবারের মতো চট্টগ্রামে আয়োজন হতে যাচ্ছে ‘জয় বাংলা’ কনসার্ট। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকে কেন্দ্র করে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) তারুণ্যের প্লাটফর্ম ইয়াং বাংলা আয়োজিত ‘জয় বাংলা’ কনসার্ট ২০১৫ সাল থেকে ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হলেও এবার চট্টগ্রামে আয়োজন হওয়ার খবরে খুশিতে মাতোয়ারা চট্টগ্রামের তরুণরা।
ইতিমধ্যে কনসার্টকে ঘিরে ১৪টি নির্দেশনা দিয়েছে আয়োজকরা। এবার কনসার্টের দর্শকদের জন্য সিএমপি দিয়েছে ১১ দফা নির্দেশনা। নির্দেশনাসমূহ অনুসরণের জন্য দর্শকদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছে সিএমপির পক্ষ থেকে।
আরও পড়ুন:- ‘জয় বাংলা’ কনসার্টে প্রবেশে মানতে হবে ১৪ নির্দেশনা
সিএমপির নির্দেশনাসমূহ
১. নিরাপত্তার স্বার্থে অনুষ্ঠানস্থলের ভিতরে মোবাইল ফোন ব্যতীত কোন প্রকার ইলেকট্রনিক ডিভাইস, ইলেকট্রনিক সিগারেট ও কোন প্রকার ব্যাগ নিয়ে প্রবেশ করা যাবে না।
২. ১২ (বারো) বছরের কম বয়সী শিশুদের অনুষ্ঠানে প্রবেশ করা যাবে না।
৩. অনুষ্ঠানস্থলকে কেন্দ্র করে কোন রাস্তা/রাজপথ/ফুটপাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না।
৪. অনুষ্ঠানস্থলের ভিতরে কোন প্রকার তামাক/ তামাকজাত দ্রব্য/ নেশা জাতীয় দ্রব্যসহ প্রবেশ করা যাবে না।
৫. মোবাইল ফোনের ক্যামেরা ব্যতীত অন্য যে কোন ধরনের ক্যামেরা কঠোরভাবে নিষিদ্ধ থাকবে।
৬. গেইট দুপুর ১২টায় খুলবে, একবার অনুষ্ঠানস্থলে প্রবেশ করলে পুনরায় প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
৭. মূল ফটকে টিকিটের প্রাথমিক স্ক্রিনিং হবে, তারপর স্টেডিয়ামের নম্বরযুক্ত গেইটে স্ক্যান করা হবে।
৮. বাহিরের কোন খাবার বা পানীয় নিয়ে প্রবেশ করা যাবে না।
৯. মহিলাদের ১০ ইঞ্চি বাই ৬ ইঞ্চির চেয়ে বড় পার্স না আনার জন্য অনুরোধ করা হলো, এর চেয়ে বড় পার্স/ ব্যাগ নিয়ে প্রবেশ করা যাবে না।
১০. শালীনতা বজায় রাখতে হবে এবং কোন প্রকার উচ্ছৃঙ্খল আচরণ করা যাবে না।
১১. ধারণক্ষমতা পূর্ণ হলে প্রবেশ বন্ধ রাখা হবে এবং অনুষ্ঠান চলাকালীন অনুষ্ঠানস্থলে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মনিটরিং এর ব্যবস্থা থাকবে।
জাতীয় ঐতিহাসিক দিবস সুষ্ঠু ও সুন্দরভাবে উপযাপনের জন্যে শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখার স্বার্থে নগরবাসীর সার্বিক সহযোগিতা প্রত্যাশা করা হচ্ছে।
চস/আজহার