spot_img

৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, শুক্রবার
১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

একুশে পদক দেয়া হবে শনিবার

এ বছরের একুশে পদক দেয়া হবে আগামী শনিবার (২০ ফেব্রুয়ারি)। এতে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি সংযুক্ত হবেন। ওসমানী স্মৃতি মিলনায়তনে বেলা ১১টায় পদক হস্তান্তর অনুষ্ঠান হবে।

সরকারি এক তথ্য বিবরণীতে বুধবার (১৭ ফেব্রুয়ারি) এ কথা জানানো হয়েছে।

আরো পড়ুন: নোয়াখালীর কোম্পানীগঞ্জে কাদের মির্জার ডাকে চলছে হরতাল

এ বছর ভাষা আন্দোলনে তিনজন, মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে তিনজন, শিল্পকলায় সাতজন, ভাষা ও সাহিত্যে তিনজন, সাংবাদিকতা, শিক্ষা, গবেষণা ও অর্থনীতিতে একজনকে একুশে পদক দেয়া হবে।

এর আগে ৪ ফেব্রুয়ারি ২০২১ সালের একুশে পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ২১ জন বিশিষ্ট নাগরিককে এ বছর একুশে পদক দেয়া হচ্ছে।

এ বছর যারা একুশে পদক পাচ্ছেন:

ভাষা আন্দোলনে: মোতাহার হোসেন তালুকদার (মোতাহার মাস্টার-মরণোত্তর), শামছুল হক (মরণোত্তর) ও আফসার উদ্দীন আহমদ (মরণোত্তর)।

শিল্পকলায়: পাপিয়া সারোয়ার (সংগীত), রাইসুল ইসলাম আসাদ (অভিনয়), সালমা বেগম সুজাতা (অভিনয়), আহমেদ ইকবাল হায়দার (নাটক), সৈয়দ সালাউদ্দিন জাকী (চলচ্চিত্র), ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায় (আবৃত্তি), পাভেল রহমান (আলোকচিত্র)।

মুক্তিযুদ্ধে: গোলাম হাসনায়েন, ফজলুর রহমান খান ফারুক, বীর মুক্তিযোদ্ধা মরহুমা সৈয়দা ইসাবেলা (মরণোত্তর)।

ভাষা ও সাহিত্যে: কবি কাজী রোজী, বুলুবুল চৌধুরী ও গোলাম মুরশিদ।

সাংবাদিকতায়: একুশে পদক পাচ্ছেন অজয় দাশগুপ্ত,

গবেষণায়: ড. সমীর কুমার সাহা,

শিক্ষায়: মাহফুজা খানম,

অর্থনীতিতে: ড. মির্জা আব্দুল জলিল,

সমাজসেবায়: প্রফেসর কাজী কামরুজ্জামান,

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss