যে ‘জয় বাংলা’ স্লোগানে মুক্তিযোদ্ধ করে বাংলাদেশের জন্ম, সেই ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ নিয়ে দ্রুতই আদেশ জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ।
রোববার (২০ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি মন্ত্রিসভার এই বৈঠক সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান করার জন্য হাইকোর্টের একটি রায় আছে। মন্ত্রিসভায় এ নিয়ে আলোচনা হয়। আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সার্কুলার দিয়ে ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে প্রচার করা হবে।
তিনি আরও জানান, সাংবিধানিক পদাধিকারী ব্যক্তি, রাষ্ট্রের সব কর্মকর্তা-কর্মচারী, রাষ্ট্রীয় বা সরকারি অনুষ্ঠান শেষে ‘জয় বাংলা’ বলবেন। এ ছাড়াও সব শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাসেম্বলি, সভা-সেমিনারের ক্ষেত্রে ‘জয় বাংলা’ বলতে হবে।
২০২০ সালে ‘জয় বাংলা’ বাংলাদেশের জাতীয় স্লোগান হবে বলে রায় দিয়েছিলেন হাইকোর্ট।
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে এই স্লোগান জনগণকে মুক্তিসংগ্রামে প্রবলভাবে প্রেরণা যুগিয়েছিল। ‘জয় বাংলা’ স্লোগান ছিল মুক্তিযুদ্ধকালীন বাঙালির অনুপ্রেরণার উৎস। সেসময় প্রতিটি সফল অপারেশন শেষে বা যুদ্ধ জয়ের পর মুক্তিযোদ্ধারা চিৎকার করে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জয় উদ্যাপন করত।
তার আগে নানা ধাপ পেরিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ মার্চে তার ভাষণ শেষ করেছিলেন ‘জয় বাংলা’ বলে।
মূলত তার পর থেকেই ‘জয় বাংলা’ সাধারণ মানুষের কাছে জনপ্রিয়তা লাভ করে।
চস/স