spot_img

৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, শুক্রবার
১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বাংলাদেশে গ্যাভি থেকে আসবে ৬ কোটি ৮০ লাখ টিকা

দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স-গ্যাভি’এর থেকে ৬ কোটি ৮০ লাখ টিকা পাবে বাংলাদেশ। এটি নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে ইমিউনাইজেশনে অর্থায়ন করা একটি সংস্থা। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়, কোভ্যাক্স-কভিড-১৯ ভ্যাকসিনস গ্লোবাল অ্যাকসেস ফ্যাসিলিটির উদ্যোগে এই ভ্যাকসিন ২০২১ সালে বাংলাদেশে আসবে। এ উদ্যোগে গ্যাভির পাশাপাশি যৌথ নেতৃত্বে আছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং দ্য কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম সংবাদ সম্মেলনের প্রধান বক্তা ছিলেন।

একজন মানুষকে ভ্যাকসিনের দুটি ডোজ নিতে হবে। প্রতি ডোজের দাম পড়বে ১৩৮-১৭০ টাকা।

বাংলাদেশ এর আগে ভারতীয় প্রতিষ্ঠান সেরামের সঙ্গে চুক্তি করে। সেখান থেকে আসবে তিন কোটি ডোজ ভ্যাকসিন। এই ভ্যাকসিনের দাম অনেক বেশি। প্রতি ডোজ ৫ ডলার (৪২৫ টাকা)। প্রত্যেকের দুই ডোজ করে টিকা লাগবে। একটি ডোজের ২৮ দিন পর আরেকটি ডোজ দিতে হবে।

করোনা ভাইরাসের টিকা কিনতে বাংলাদেশ দাতা সংস্থাগুলোর কাছে ঋণ সহযোগিতা চেয়ে ইতিমধ্যে চিঠি পাঠিয়েছে। ১৬ কোটি ৫০ লাখ মানুষের জন্য ২৫০ কোটি মার্কিন ডলারের প্রয়োজন। যা বাংলাদেশি মুদ্রায় ২১ হাজার ২৫০ কোটি টাকা।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss