spot_img

৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

পদ্মা সেতুতে একদিনে রেকর্ড টোল আদায়

পদ্মা সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ৪৩ হাজার ১৩৭টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৪ কোটি ৬০ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা। যা পদ্মা সেতুতে এ যাবতকালের সর্বোচ্চ রেকর্ড পরিমাণ টোল আদায় বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।

বুধবার (২৮ জুন) এ তথ্য নিশ্চিত করেন পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক আমিরুল ইসলাম চৌধুরী।

তিনি জানান, ২৪ ঘণ্টায় সেতুর উভয় প্রান্ত দিয়ে পার হয়েছে ৪৩ হাজার ১৩৭টি যানবাহন। এ থেকেই ওই পরিমাণ টোল আদায় করা হয়েছে। এর মধ্যে মাওয়া প্রান্তে ২ কোটি ৬৯ লাখ ৫৩ হাজার ৯৫০ টাকা এবং জাজিরা প্রান্তে ১ কোটি ৯০ লাখ ৯৯ হাজার ৩৫০ টাকা টোল আদায় হয়েছে।

এর আগে, সর্বোচ্চ ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকার টোল আদায় হয়েছিল স্বপ্নের পদ্মা সেতু থেকে।

পদ্মা সেতুতে যান চলাচল শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত সেতু দিয়ে ৫৭ লাখেরও বেশি যানবাহন পারাপার হয়েছে। সেতু উদ্বোধনের পর থেকে এ পর্যন্ত সর্বমোট টোল আদায় হয়েছে ৮০৯ কোটি ৭৮ লাখ ৪০ হাজার ২৫০ টাকা।

গত বছরের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পরে দক্ষিণ-পশ্চিম বঙ্গের ২১ জেলার মানুষের সঙ্গে রাজধানী ঢাকাকে সরাসরি সড়ক পথে যুক্ত করেছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss