নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার (২৪ জুলাই) বেলা ১১ টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ ফখরুদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফকির এপারেলস নামে একটি পোশাক কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
চস/স