spot_img
BETA Version ...
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩
নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে টিসিবি

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ঢাকা মহানগরীর কার্ডধারীদের কাছে পর্যায়ক্রমে পেঁয়াজ বিক্রি করবে। প্রতি কেজি পেঁয়াজের ভোক্তা মূল্য ধরা হবে ৩৫ টাকা।

টিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত কয়েক বছরের মতো ৯ অক্টোবর থেকে পর্যায়ক্রমে ঢাকা মহানগরীর কার্ডধারী ভোক্তার কাছে পেঁয়াজ বিক্রি করা হবে। টিসিবির আমদানি করা পেঁয়াজ দেশে আসা সাপেক্ষে এই কার্যক্রম পরিচালনা করা হবে।

ভোক্তা প্রতি সর্বোচ্চ দুই কেজি পেঁয়াজ বিক্রি করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

টিসিবির তথ্য অনুযায়ী, রাজধানী ঢাকার বাজারগুলোতে আজ প্রতি কেজি দেশি পেঁয়াজ ৮৫ থেকে ৯৫ টাকায় বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে একই পরিমাণ পেঁয়াজের দাম ছিল ৮০ থেকে ৯০ টাকা। এক মাসের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম বেড়েছে ৫ দশমিক ৮৮ শতাংশ এবং বছরের ব্যবধানে বেড়েছে ১২৫ শতাংশ।

এদিকে আজ আমদানি করা প্রতি কেজি পেঁয়াজ ৭০ থকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে একই পরিমাণ পেঁয়াজের দাম ছিল ৬৫ থেকে ৭৫ টাকা। এক মাসের ব্যবধানে আমদানি করা পেঁয়াজের দাম ১১ দশমিক ১১ শতাংশ বেড়েছে এবং বছরের ব্যবধানে বেড়েছে ১১৪ দশমিক ২৯ শতাংশ।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss