বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সবশেষ তথ্য বিশ্লেষণ নিয়ে দেশ রূপান্তরের পেছনের পাতার খবর, ‘অবিবাহিত বেশি সিলেটে খুলনা এগিয়ে বিচ্ছেদে’।
প্রতিবেদনে বলা হচ্ছে, দেশে বিবাহিত মানুষের হার যেমন বেড়েছে, ঠিক তেমনি তালাক, দাম্পত্য বিচ্ছেদসহ বিধবার সংখ্যাও বেড়েছে।
বর্তমানে দেশে তালাক ও দাম্পত্য বিচ্ছিন্নের হার বেড়ে দাঁড়িয়েছে সাত দশমিক চার শতাংশ। পুরুষের তুলনায় নারীরা তালাক ও বিচ্ছেদের পথে বেশি এগিয়েছেন।
বিভাগভিত্তিক হিসাবে দেখা যায়, খুলনা বিভাগের নারীরা ২০২২ সালে সবচেয়ে বেশি তালাক ও দাম্পত্য বিচ্ছিন্নের পথে এগিয়েছেন।
দ্বিতীয় অবস্থানে রাজশাহী বিভাগ। এ হার সবচেয়ে কম বরিশাল বিভাগের নারীদের মধ্যে।
বয়সভিত্তিক হিসাবে দেখা যায়, দেশের ৩০ থেকে ৩৯ বছর বয়সী নারী-পুরুষ সবচেয়ে বেশি তালাক বা দাম্পত্য বিচ্ছেদের পথে হেঁটেছেন।
আর সিলেট বিভাগে অবিবাহিত মানুষের হার সবচেয়ে বেশি।
সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স (এসভিআরএস) প্রতিবেদন ২০২২-এ এসব তথ্য উঠে এসেছে।
সূত্র: বিবিসি বাংলা
চস/আজহার