আজ শনিবার (১৮ মে) পালন করা হচ্ছে আর্ন্তজাতিক জাদুঘর দিবস। ‘শিক্ষা ও গবেষণার জন্য জাদুঘর’ প্রতিপাদ্যে রাজধানী ঢাকার পাশাপাশি চট্টগ্রামেও নানা আয়োজনে পালন করা হচ্ছে দিবসটি।
দিবসটি উপলক্ষে সকাল ১০ টায় র্যালি ও আলোচনার সভার আয়োজন করবে চট্টগ্রামের জাতিতাত্ত্বিক জাদুঘর কর্তৃপক্ষ।
নগরীর আগ্রাবাদে আয়োজিত এই র্যালি ও আলোচনার সভায় প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সেকান্দর চৌধুরীর উপস্থিত থাকার কথা রয়েছে। বিশেষ অতিথি হিসেবে থাকবেন একুশে পদক প্রাপ্ত অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সেন্সি এবং ড. আহমদ হানাফি।
চস/স