পুলিশের বিভিন্ন ইউনিটের কার্যক্রম স্বাভাবিক গতিতে ফিরিয়ে আনতে অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমানকে বাংলাদেশ পুলিশের “ফোকাল পার্সন” হিসেবে ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৬ আগস্ট) দুপুর ৩টার দিকে ঢাকার পরিবাগের পুলিশ অফিসার্স মেসে এক জারুরি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিআইজি (চাকরিচ্যুত) খান সাইদ হাসান।
এ কে এম শহিদুর রহমান সংকটকালীন সময়ে পুলিশ বাহিনীতে সমন্বয়কের দায়িত্ব পালন করবেন বলেও জানিয়েছেন খান সাইদ হাসান।
“নির্যাতিত, নিগৃহীত, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও কর্মচারীদের” পক্ষ থেকে তিনি বলেন, “বিদ্যমান পরিস্থিতিতে পুলিশের চেইন অব কমান্ড ভেঙে পড়ায় পুলিশের বিভিন্ন ইউনিটের কার্যক্রম চালু করার লক্ষ্যে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক এ কে এম শহীদুর রহমানকে বাংলাদেশ পুলিশের সব ইউনিটের সঙ্গে যোগাযোগের কন্ট্রাক্ট পয়েন্ট হিসেবে দায়িত্ব পালনের জন্য সর্বসম্মতভাবে মনোনীত করা হয়েছে।
বাংলাদেশ পুলিশের সব ইউনিটকে অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক সহীদুর রহমানের সঙ্গে যোগাযোগের অনুরোধ করা হলো।”
অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান বলেন, “আমরা একটি সংকটময় সময় পার করছি। অনেক পুলিশ সদস্য মারা যাচ্ছেন। তাদের মধ্যে অনেক ভয়ভীতি কাজ করছে। বর্তমানে পুলিশের সব কার্যক্রম বন্ধ আছে। আমরা পুলিশের সব ইউনিটের সঙ্গে সমন্নয় করে দ্রুত কার্যক্রম স্বাভাবিক করার চেষ্টা করছি।”
চস/স