সচিবালয়ে মধ্যরাতে লাগা আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় মো. সোহানুজ্জামান নয়ন নামে এক ফায়ারকর্মীর মৃত্যু হয়েছে। এছাড়া আগুন নেভানোর সময় আরেক ফায়ারকর্মী পা কেটে আঘাতপ্রাপ্ত হন।
বুধবার (২৬ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে সচিবালয়ের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
নিহত সোহানুজ্জামান তেজগাঁওয়ে স্পেশাল ইউনিটে কর্মরত ছিলেন। রংপুরের মিঠাপুকুর উপজেলার আটপনিয়া গ্রামের মো. আক্তারুজ্জামানের একমাত্র ছেলে তিনি।
আহত মনিরুল বারিধারা ফায়ার স্টেশনের ইনচার্জ সৈয়দ মনিরুল ইসলাম। আগুন নেভানোর কাজে তার ডান হাতের আঙুল কেটে যায়।
ঘটনাস্থল থেকে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল পৌনে ৭টার দিকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল এক ব্রিফিংয়ে এসব তথ্য দেন।
তিনি বলেন, আগুন নেভানোর কাজে যোগ দিয়ে সড়কে ট্রাকের চাপায় আমাদের একজন ফায়ার ফাইটার নিহত হয়েছেন।
জাহেদ কামাল বলেন, পানির পাম্প থেকে লাইনের সংযোগ দিতে সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় ফায়ার সার্ভিসের কর্মী সোহানুজ্জামান নয়ন আহত হন। তাকে ঢাকা মেডিকেলে নেওয়ার পর চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
আরেক ফায়ার কর্মী পা কেটে আঘাতপ্রাপ্ত হয়েছেন; তবে তার অবস্থা গুরুতর নয় বলে জানান তিনি।
চস/স


