spot_img

৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, শনিবার
২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বইমেলায় পাওয়া যাচ্ছে ইমরুল কায়েসের ‘জলমাতাল’

অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হয়েছে কথাসাহিত্যিক ইমরুল কায়েসের গল্পের বই ‘জলমাতাল’। বইটির প্রচ্ছদ করেছেন আল নোমান। মূল্য রাখা হয়েছে ৩০০ টাকা। বইটি নব ভাবনার ১৪৪ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।

বইটি উৎসর্গ করা হয়েছে কথাসাহিত্যিক ও গোয়েন্দা লেখক অরুণ কুমার বিশ্বাসকে। এছাড়াও এই বইটির ভূমিকা লিখেছেন সময়ের জনপ্রিয় কথাসাহিত্যিক মনিহায়দার।

বইটিতে মোট ১২ টি গল্প আছে। গল্পগুলোতে আছে গভীর জীবন দর্শন, আকুতি ও আবেদন। আছে বাস্তবতা, প্রেম, জীবন-যাপন, বিষাদ ও দ্রোহ। বইটিতে বাস্তবতা ও বিভিন্ন অসঙ্গতিকে উপমা, প্রতীক ও ইঙ্গিতের আঁচে সুস্পষ্ট করে তোলা হয়েছে। মোটকথা সমাজ-বাস্তবতা-ব্যক্তিজীবনের কোমল ও কঠোর বয়ানও আছে।

ইমরুল কায়েস ছোটবেলা থেকে সাহিত্য ভালোবাসেন। তার গল্প নিয়মিত প্রকাশিত হয় বিভিন্ন জাতীয় দৈনিক, সাহিত্যপত্রিকা ও ম্যাগাজিনে। সরকারি চাকুরির পাশাপাশি তিনি নব ভাবনা ম্যাগাজিনের নির্বাহী সম্পদকের দায়িত্ব পালন করে আসছেন।

২০২২ সালের একুশে বইমেলায় প্রকাশ হয় তার প্রথম গল্পের বই ‘বউনটী’।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss