চট্টগ্রামের পাঁচলাইশ থানা এলাকায় অভিযান চালিয়ে অপহৃত তিনজনকে উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় অপহরণে জড়িত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ১০টি বড় ধারালো কিরিচ, একটি ড্রেগার ও একটি চাকু এবং ৫টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল- বাছির আহম্মদ রানা (২৭), মো. জিহাদ (২৪), মো. আরিফ (২৪), মো. ইমন প্রকাশ সাদ্দাম (২৩)।
শনিবার (২৫ জানুয়ারি) রাত পৌনে ৮টায় পূর্ব নাসিরাবাদের পলিটেকনিকেল মোড় ও শ্রমকল্যাণ কেন্দ্রের পেছনে বাগান থেকে তাদের উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর-দক্ষিণ)।
জানা গেছে, গতকাল রাত পৌনে ৮টায় নগরীর পাঁচলাইশের পূর্ব নাসিরাবাদ এলাকার পলিটেকনিকেল মোড় ও শ্রম কল্যাণ কেন্দ্রের পেছনে বাগানে অভিযান চালানো হয়। এ সময় অপহৃত তিনজনকে উদ্ধার করা হয় এবং অপহরণে জড়িত ৪ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১০টি বড় ধারালো কিরিচ, একটি ড্রেগার ও একটি চাকু এবং ৫টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে সাত থেকে আটজন পালিয়ে যায়। অপহৃতদের হিলভিউ রোড থেকে অপহরণ করা হয়। অপহরণ করে প্রথমে হিলভিউ রোডের একটি নির্মাণাধীন ভবনের চতুর্থ তলায় পরে পাঁচলাইশ থানার পূর্ব নাসিরাবাদ এলাকায় পলিটেকনিকেল মোড় ও শ্রম কল্যাণ কেন্দ্রের পিছনে বাগান নিয়ে গিয়ে মারধর করে এবং ৯ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। গ্রেপ্তার অপহরণকারীদের বিরুদ্ধে চুরি, ছিনতাই ও ডাকাতি সংক্রান্তে একাধিক মামলা রয়েছে।
চস/স