হযরত মোহাম্মদ(সঃ) এর দৌহিত্র ইমাম হোসাইন (রা:) এর কারবালার ময়দানে শাহাদাতের গুরুত্ব ও তাৎপর্য বিশ্লেষণে মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলীয় শহর মেডফোর্ডে ইসলামিক কালচারাল সেন্টার অব মেডফোর্ড ,ইউএসএ’র উদ্যোগে পবিত্র শোহাদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মাহফিলে প্রধান অতিথি ছিলেন ইসলামিক সেন্টার অব রিঞ্জ এভিনিউ (ICRA) এর খতিব মুফতি সৈয়দ ইয়াওয়ার রিজভী (ম:জি:আ:)।
প্রধান অতিথির বক্তব্যে শোহাদায়ে কারবালার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক বিশ্লেষণ করে বর্তমান মুসলিম সমাজকে কুরআন সুন্নাহ এর পথে চলার গুরুত্বরোপ করে তিনি বলেন, ইমাম হোসেন (আঃ) এর কুরবানী আমাদেরকে অন্যায়ের কাছে মাথা নত না করার শিক্ষা দেয়, মুসলিম উম্মাহকে যে কোন প্রতিকূল পরিবেশে হকের পথে একত্রিত থাকার শিক্ষা দেয়।
মাহফিলের প্রধান আলোচক ছিলেন আইসিসিএমের খতিব মুফতি এহছান ওয়ারিস (ম:জি:আ:)। এছাড়া অন্যান্যদের মাঝে ইমাম গোলাম মোস্তফা ও ইমাম আহমদ নবী উপস্থিত ছিলেন।
আইসিসিএমের সভাপতি হুমায়ুন মোর্শেদ প্রধান অতিথিসহ সকলকে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানান।
পবিত্র কোরআন তেলাওয়াত ও হামদ ও নাতের মাধ্যমে মাহফিল শুরু হয়। মিলাদ, কিয়াম ও মুনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়।
চস/স