spot_img

২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বিশ্বের সবচেয়ে দামি একাদশে নেই রোনালদো-মেসি

বর্তমান ফুটবল বিশ্বের সেরা দুই ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি। কিন্তু ট্রান্সফার ফিকে ধরা হলে বিশ্বের সবচেয়ে দামী একাদশে এবার স্থান হয়নি মেসি বা রোনালদোর। আছেন নেইমার এমবাপ্পেদের মতো তরুণ তারকারা।

ক্যারিয়ারের শুরু থেকে এখনও পর্যন্ত দলবদলের বাজারে মেসির মূল্য কার্যত শূন্য। কারণ তিনি কখনও দলবদল করেননি।

অন্যদিকে গত মৌসুমে ১১২ মিলিয়ন ইউরোর বিনিময়ে রিয়াল ছেড়ে জুভেন্টাসে নাম লিখিয়েছিলেন রোনালদো। এর পরও দামী একাদশে নেই তিনি। কারণ তাঁর চেয়ে বেশি মূল্যে দলবদল করেছেন নেইমার, এমবাপে, কৌতিনহো।

সম্প্রতি ক্লাব ফুটবলে সবচেয়ে দামী ডিফেন্ডার হ্যারি মাগুইরে। তিনি ৮৮ মিলিয়ন ইউরোর বিনিময়ে লিস্টার সিটিকে বিদায় জানিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লেখালেন।

বিশ্বের সবচেয়ে দামি একাদশ
গোলরক্ষক: কেপা আরজিবালাগা (চেলসি, ৮০ মিলিয়ন ইউরো)
রক্ষণভাগ: কাইল ওয়াকার (ম্যানচেস্টার সিটি, ৫৬.৭ মিলিয়ন ইউরো), ভার্জিন ফন ডাইক (লিভারপুল, ৮৫ মিলিয়ন ইউরো), হ্যারি মাগুইরে (ম্যানচেস্টার ইউনাইটেড, ৮৮ মিলিয়ন ইউরো), লুকাস হার্নান্দেজ (বায়ার্ন মিউনিখ, ৮০ মিলিয়ন ইউরো)

মধ্যমাঠ: রদ্রি (ম্যানচেস্টার সিটি, ৭০ মিলিয়ন ইউরো), পল পগবা (ম্যানচেস্টার ইউনাইটেড, ১০৫ মিলিয়ন ইউরো), ফ্রেঙ্কি ডি ইয়ং (বার্সেলোনা, ৭৫ মিলিয়ন ইউরো)

আক্রমণভাগ: ফিলিপে কৌতিনহো (বার্সেলোনা, ১২০ মিলিয়ন ইউরো), নেইমার (প্যারিস সেইন্ট জার্মেই, ২২২ মিলিয়ন ইউরো), কাইলিয়ান এমবাপে (প্যারিস সেইন্ট জার্মেই, ১৮০ মিলিয়ন ইউরো)

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss