spot_img

৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

সৌদির তেলের ট্যাংকারে আবারও হামলা

সৌদি আরবের জেদ্দায় একটি তেলের ট্যাংকারে হামলা চালানো হয়েছে। তবে হামলায় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। ২২ জন নাবিকের সবাইকে কোনোরকম জখম ছাড়াই উদ্ধার করা হয়েছে। জাহাজটির যে জায়গায় বিস্ফোরণ ঘটেছে, সেথান থেকে কিছু তেল বেরিয়ে এসেছে।

আজ সোমবার শিপিং কোম্পানি হাফনিয়ার এক বিবৃতিতে বলা হয়েছে, হামলাটির পেছনে বাইরের কোনো সূত্রের যোগ থাকতে পারে। সিঙ্গাপুরের পতাকাবাহী ওই জাহাজে ৬০ হাজার টন পেট্রল ছিল।

আরও পড়ুন :- স্থগিত হওয়া চসিক নির্বাচন অনুষ্ঠিত হবে ২৭ জানুয়ারি

এর আগে ২৫ নভেম্বর সৌদি আরবের শুকাইক বন্দরেও হামলা চালানো হয়। সৌদি কর্তৃপক্ষ এসব হামলার জন্য ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দায়ী করে আসছে। ইয়েমেনে হুতি বিদ্রোহীদের দমনের জন্য সৌদি আরবের নেতৃত্বে কয়েক বছর ধরে লড়াই চলছে।

আজ হাফনিয়া তাদের ওয়েবসাইটে বলেছে, স্থানীয় সময় আনুমানিক রাত ১২টা ৪০ মিনিটে জেদ্দা ছাড়ার সময় অজ্ঞাত স্থান থেকে হামলার শিকার হয় বিডব্লিউ রাইন জাহাজটি। এতে জাহাজে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি। এ ছাড়া সৌদি আরবের পক্ষ থেকেও এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা

 

চস/এএম

Latest Posts

spot_imgspot_img

Don't Miss