spot_img

২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চলন্ত বাসে শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার চালকের সহকারী

সিলেট থেকে দিরাইগামী বাসে এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় বাসচালকের সহকারী রশিদ আহাম্মেদকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গোবিন্দগঞ্জ থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাকে গ্রেপ্তার করে।

এ তথ‌্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সুনামগঞ্জ পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

এর আগে শনিবার (২৬ ডিসেম্বর) রাতে ভুক্তভোগী তরুণীর বাবা বাদী হয়ে বাসের চালক, বাসচালকের সহকারীসহ অজ্ঞাতনামা তিনজনের বিরুদ্ধে মামলা করেন।

জানা গেছে, শনিবার সন্ধ্যায় সিলেট থেকে ছেড়ে আসা দিরাইগামী একটি যাত্রীবাহী বাসে করে (সিলেট জ-১১০৭২৩) আসছিলেন ওই কলেজছাত্রী। দিরাই পৌরশহরের সুজানগর এলাকায় আসার পর তিনি ছাড়া বাকি যাত্রীরা নেমে যান। কোনো যাত্রী না থাকায় বাসের চালক ও চালকের সহকারী মিলে তাকে উত‌্যক্ত করার এক পর্যায়ে ধর্ষণের চেষ্টা করে।

সম্ভ্রম বাঁচতে একপর্যায়ে চলন্ত বাস থেকে লাফ দিয়ে সড়কের পাশে পড়ে যান ওই শিক্ষার্থী। গ্রামবাসী আহত অবস্থায় তাকে উদ্ধার করে দিরাই হাসপাতালে নিয়ে গেলে রাতেই চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিককেল কলেজ হাসপাতালে পাঠান।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss