spot_img

২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, শনিবার
১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

কিটিংচরে বাসচাপায় নিহত ১, আহত ১৭

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার কিটিংচর এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় শাহ আলম (৩২) নামে হ্যালোবাইকের এক চালক নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছে আরও ১৭ জন।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকাল ৯টার দিকে সিংগাইর-হেমায়েতপুর সড়কের কিটিংচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহ আলম সিংগাইর উপজেলার আঙ্গাড়া গ্রামের দুলু বেপারীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের দায়িত্বরত অফিসার মো.মনির হোসেন জানান, সিংগাইর হেমায়েতপুর সড়কের কিটিংচর এলাকায় ঢাকাগামী শুকতারা পরিবহনের একটি বাসের সাথে হ্যালোবাইকের সংঘর্ষ হলে ১৭ জন আহত হয় এবং দুর্ঘটনাস্থলে হ্যালোবাইক চালক মারা যায়। পরে আহতদেরকে উদ্ধার করে আশেপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss