spot_img

২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

পটিয়ায় থাকবে না আর কোনো যানজট

চট্টগ্রামের পটিয়া আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক চোধুরী বলেছেন, বাইপাস চালুর ফলে পটিয়ায় আর কোন যানজট থাকবে না। এ বাইপাস পটিয়াকে আধুনিক রুপ দিতে সহায়ক হবে। পটিয়ার মূল শহরে যানজট থেকে মুক্তি পাবে লোকজন।

শনিবার বেলা ১১টায় বাইপাসের ইন্দ্রাপুল পয়েন্টে আনুষ্ঠানিক উদ্বোধনের পর সড়কটি খুলে দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, এ বাইপাস সড়ক শুধু পটিয়ায় নয়। দক্ষিণ চট্টগ্রামের যাত্রীদের ভোগান্তি থেকে মুক্তি দেবে। তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই বছরের মধ্যে সড়কটি নির্মাণ কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। তার নির্দেশ অনুযায়ী দুই বছরের মধ্যেই সড়কটির নির্মাণ কাজ সম্পন্ন করে পটিয়াসহ দক্ষিণ চট্টগ্রামবাসীর জন্য খুলে দেয়া হয়েছে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss