তৃতীয়বারের মত সন্তানের পিতা-মাতা হলেন সাকিব-শিশির দম্পতি। দুই মেয়েসন্তানের পর এবার সাকিব-শিশির দম্পতির ঘরে এসেছে ফুটফুটে ছেলেসন্তান। সোমবার (১৫ মার্চ) যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করে সাকিবের ছেলে। মা ও সন্তান দু’জনই সুস্থ আছে।
সাকিব ও শিশিরের বিয়ে হয় ২০১২ সালে। ২০১৫ সালের ৮ নভেম্বর এই দম্পতির প্রথম সন্তানের জন্ম হয় নিউইয়র্কে। এরপর গত ২৪ এপ্রিল জন্ম হয় তাদের দ্বিতীয় সন্তানের।
আরো পড়ুন: বাংলাদেশের নাগরিকত্ব পেলেন নাইজেরীয় ফুটবলার কিংসলে
কিছু দিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করেছিলেন সাকিব। যেখানে দেখা যাচ্ছিল স্ত্রী শিশিরের পেটে চুমো খাচ্ছেন সাকিব, ক্যাপশন ছিল, তৃতীয় জন আসছেন। সেই অপেক্ষা এবার শেষ হলো।
স্ত্রীর পাশে থাকতেই বাংলাদেশ দলের সাথে নিউজিল্যান্ড সফরে যাননি সাকিব। নিয়েছেন ছুটি। এপ্রিলে লঙ্কা সফরে টেস্টও খেলবেন না তিনি।
চস/স


