spot_img

২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

মৌসুমের শুরুতেই হারের স্বীকার মেসিহীন বার্সেলোনা

ইনজুরির কারণে দলের সেরা তারকা লিওনেল মেসি নেই। আর তাকে ছাড়া যে বার্সেলোনা কতোটা অসহায় তা আরও একবার প্রমাণিত হলো। মৌসুমের প্রথম ম্যাচে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে হেরে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা। প্রতিপক্ষের মাঠে ০-১ গোলে হেরেছে দলটি।

অথচ এ বার্সেলোনার বিপক্ষে শেষ ১১টি ম্যাচে জয় দেখেনি বিলবাও। আর এর মধ্যে আট ম্যাচে তো গোলই পায়নি দলটি। কিন্তু শুক্রবার দারুণ লড়াই করে শেষ মুহূর্তের গোল জয় নিয়েই মাঠ ছাড়ে দলটি। ফলে ১০ বছর পর হার দিয়ে লা লিগা শুরু করল বার্সেলোনা।

সান মামেসে এদিন বার্সার জার্সিতে অভিষেক হয়েছিল ফ্রাঙ্কি ডি ইয়ং ও আতোঁয়া গ্রিজমানের। ডি ইয়ং নিজের মতো খেললেও গ্রিজমান ছিলেন খোলসে বন্দী। তার উপর শুরু থেকে চেনা ছন্দে থাকা লুইস সুয়ারেজ ইনজুরিতে পরে মাঠ ছাড়েন ৩৭ মিনিটে। ফলে বড় ধাক্কাই খায় দলটি।

সুয়ারেজের বদলী নামা রাফিনহা অবশ্য মাঠে নামার পাঁচ মিনিট পর প্রায় গোল পেয়ে গিয়েছিলেন। কিন্তু গোলরক্ষকের হাতে লেগে বারপোস্টে প্রতিহত হয় তার শট। এর আগে ৩২ মিনিটে সুয়ারেজের একটি শটও বার পোস্টে লেগে ফিরে আসে। ফলে হতাশা বাড়ে দলটির।

দ্বিতীয়ার্ধে ইভান রাকিতিচকে মাঠে নামালে ধার বাড়ে মাঝমাঠে। দারুণ কিছু আক্রমণ করে তারা। কিন্তু অ্যাটাকিং থার্ডে এসে খেই হারান ফরোয়ার্ডরা। উল্টো ৮৯ মিনিটে গোল হজম করে বসে দলটি। দারুণ এক বাই সাইকেল শটে গোলটি করেন বিলবাওয়ের স্প্যানিশ ফরোয়ার্ড আরিৎজ আদুরিজ। ফলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় বার্সেলোনাকে।

চস/সোহাগ

Latest Posts

spot_imgspot_img

Don't Miss