spot_img

২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

৭ বারের চসিক কাউন্সিলর গোলাম হায়দার মিন্টু আর নেই

চট্টগ্রাম সিটি করপোরেশনের(চসিক) ৭ বার নির্বাচিত কাউন্সিলর ও চকবাজার থানা আওয়ামী লীগের উপদেষ্টা সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টু আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (১৮ মার্চ) ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।

জানা গেছে, দীর্ঘদিন ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টু। গত ১৩ মার্চ তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, ঢাকা থেকে তার লাশ চট্টগ্রামে আনার প্রস্তুতি চলছে। আজ বাদ আসর চকবাজারস্থ প্যারেড মাঠ অথবা মহসিন কলেজ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন: চট্টগ্রামে আরও ১৫৯ জনের করোনা শনাক্ত

১৯৭৭ সাল থেকে ১৯৮১ সাল পর্যন্ত সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টু তৎকালীন চট্টগ্রাম পৌরসভার নির্বাচিত কমিশনার ছিলেন। পরবর্তীতে ১৯৯৪ সালের জানুয়ারি থেকে পর পর ৬ বার চট্টগ্রাম সিটি করপোরেশনের চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচিত হন ।

সর্বশেষ গত ২৯ জানুয়ারি নির্বাচনেও তিনি কাউন্সিলর নির্বাচিত হন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss