সিলেট নগরের নয়াসড়ক এলাকায় জামায়াত-শিবিরের বিক্ষোভ মিছিল থেকে ১৪ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৭ মার্চ) দুপুর একটায় তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার বি এম আশরাফ উল্ল্যাহ।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে জামায়াত-শিবিরের একটি দল মিছিল নিয়ে নয়াসড়কে আসে। সেখানে তারা মিছিল করে ইটপাটকেল ছোড়ে। পরে পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে। এ সময় এই এলাকার দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে মিছিলটি ছত্রভঙ্গ করে। ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার বি এম আশরাফ উল্ল্যাহ তাহের বলেন, এ ঘটনায় ১৪ জন শিবির নেতাকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। এ এলাকায় অভিযান চলছে।
চস/আজহার