চট্টগ্রামে মহামারী করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৫২৩টি নমুনা পরীক্ষা করে ৪৬৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
শনাক্তের হার ১৮ দশমিক ৫০ শতাংশ। এদিন করোনায় কেউ মৃত্যুবরণ করেনি।
শনিবার (৩ এপ্রিল) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবসহ চট্টগ্রামে ৭টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৩৮৫ জন এবং উপজেলায় ৮২ জন।
আরো পড়ুন: দেশে করোনায় রেকর্ড শনাক্ত ৬৮৩০, মৃত্যু ৫০
এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪১ হাজার ২৬৮ জন এবং মোট মৃত্যুবরণ করেন ৩৮৯ জন।
চস/স