spot_img

২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

সিরিজ অসমাপ্ত রেখে ফিরছে আফ্রিকান নারী ইমার্জিং দল

করোনাভাইরাসের কারণে আগামী ১৪ এপ্রিল থেকে আন্তর্জাতিক রুটে বাংলাদেশি সরকার বিমান চলাচল নিষিদ্ধ করায় দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দল ৫ ম্যাচ সিরিজের শেষ ম্যাচটি না খেলেই বাংলাদেশ ত্যাগ করবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, ‘ফ্লাইট নিষেধাজ্ঞার কারণে ইমার্জিং দলের সিরিজের শেষ ম্যাচটি বাতিল করা হয়েছে। বিসিবি ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের যৌথ উদ্যোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়।‘

বিসিবি আরও জানায়, ফ্লাইট নিষেধাজ্ঞার কারণে সফরকারীরা যাতে কোনো সমস্যায় না পড়ে তাই দ্রুত তাদের দেশে পাঠানো হচ্ছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) ম্যাচটি হওয়ার কথা ছিল সিলেটে।

এমনিতেও সিরিজের এই ম্যাচটির কাগজে কলমে কোনো গুরুত্ব ছিল না। বাংলাদেশ নারী দল টানা চার ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে নিয়েছে আগেই।

আরো পড়ুন: কাবা শরীফ ও মসজিদে নববীতে তারাবি ১০ রাকাত

১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউন শুরু হচ্ছে সারাদেশে। এ সময়ে এক সপ্তাহের জন্য সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss