লকডাউন চলাকালীন ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র সাময়িক বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন।
বুধবার (১৪ এপ্রিল) ভারতীয় হাইকমিশন জানায়, বাংলাদেশ সরকার কর্তৃক ১৪-২১ এপ্রিল পর্যন্ত বাস্তবায়িত লকডাউনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশজুড়ে সমস্ত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোর কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
আরো পড়ুনঃ সুপ্রিম কোর্টে জানাজা শেষে গ্রামের পথে খসরুর মরদেহ
ইতোমধ্যে জমা দেওয়া আবেদনসমূহের বিষয়ে জানতে এবং যেকোনও জরুরি অনুরোধের জন্য [email protected] ঠিকানায় যোগাযোগ করতে বলা হয়েছে।
চস/স


