spot_img

২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

শ্রমিক-পুলিশ সংঘর্ষে বাঁশখালীতে ৪ জন নিহত

চট্টগ্রামের বাঁশখালীতে অবস্থিত কয়লা বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় ৪ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক শ্রমিক।

শনিবার (১৭ এপ্রিল) বেলা ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের বাঁশখালী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- আহমদ রেজা (১৮), রনি হোসেন (২২), শুভ (২৪) ও মো. রাহাত (২৪)।

স্থানীয়রা জানায়, ইফতার, নামাজ সূচি নির্ধারণ, বেতন ভাতা নিয়ে বিক্ষোভ শুরু করেন স্থানীয় শ্রমিকরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চায় কর্তৃপক্ষ। পুলিশকে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে আসে। এরপর তুমুল সংঘর্ষ শুরু হয়।

পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন বলেন, বাঁশখালী বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ হয়েছে। ওই সংঘর্ষে চারজনের মৃত্যুর খবর পেয়েছি। আহত হয়েছেন ২৫ শ্রমিক।

আরো পড়ুনঃঃ করোনাঃ চট্টগ্রামে আরও ৭ জনের মৃত্যু

এদিকে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss